ফ্রেঞ্চ কোয়ার্টার, নিউ অর্লিন্স

পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেক ব্যাস্ত আছি কিছুদিন ধরে। সামনে পরীক্ষা থাকলে যা হয়, অনেক সময় এমন হয় যে পড়ছি না, কিন্তু মাথায় সবসময় পরীক্ষার টেনশন থাকে। ছবি তোলাতুলি অনেক কমে গেছে স্বাভাবাবিক ভাবেই। একই কারনে অনেক দিন কোনো পোষ্টও দেয়া হচ্ছে না। কেন জানি আজ একটা পোষ্ট দিতে মন চাইল। তাই, বেশ কিছুদিন আগে তোলা কিছু ছবি দিয়ে ফাঁকিবাজি টাইপের একটা পোষ্ট দিলাম।

বিস্তারিত পড়ুন

দক্ষিণ যাত্রা (পর্বঃ দুই)

রাতের বেলা রেষ্টুরেন্টে থেকে খেয়ে দেয়ে হোটেলে ফিরলাম। তারপর, ডিজনি ওয়ার্ল্ডের ঠিকানা গুগল করতে গিয়ে দেখি ডিজনি বাবাজি অনেকগুলো থিম পার্ক করে রাখসে। যেকোন একটায় গেলেই আমরা সারাদিনের জন্য গিট্টু খেয়ে যাব। এর উপ্রে টিকেটের দামের ব্যাপারতো আছেই। ঠিক হল আমরা যাব ডিজনির হলিউড থিম পার্কে।

বিস্তারিত পড়ুন

দক্ষিণ যাত্রা (পর্বঃ এক)

শীতকালীন ছুটি আর ক্রিসমাস মিলিয়ে হাতে প্রায় একমাসের মত অবসর সময়। এই ছুটিতে কোথাও বেড়াতে না যাওয়ার মত বোকামি করাটা ঠিক হবে না। এখন থাকছি নিউ অরলিন্সে। আর আগামী বছর চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসি। তাই ভাবলাম দক্ষিণ দিকে, মায়ামি গেলে কেমন হয়। একবার ওয়াশিংটনের দিকে চলে গেলে মায়ামি, ফ্লোরিডা দেখতে যাওয়াটা কঠিন হয়ে যাবে। সাথে যোগ দিল দুই নেপালি আর আর এক ইন্ডিয়ান বন্ধু। ঠিক হল আমরা যাব কি-ওয়েষ্ট, আমরিকার সর্বদক্ষিণ প্রান্ত। যাবার পথে অর্লান্ডো পড়বে, তাই হয়ত ঢু-মারা হবে বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ডেও। আর বিচ-টিচ তো ঘোরা হবেই। তেমন কোনো নির্দিষ্ট প্ল্যান নেই।

বিস্তারিত পড়ুন

ক্রিসমাসের আলোকসজ্জা

কদিন আগেই গেল আমেরিকার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস। ক্রিসমাসের অন্যতম প্রধান অনুসংগ হচ্ছে ক্রিসমাস-ট্রি আর আলোকসজ্জা। সাধারনত ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকেই আলোকসজ্জার তোড়জোড় শুরু হয়। পার্ক, লেকের পাড়, বিশ্ববিদ্যালয়ের চত্বর কিংবা বাড়ির সামনের গাছ-দেয়াল ইত্যাদি সাজানো হয় ছোটছোট রঙ-বেরঙের বাতি দিয়ে।এই আলোকসজ্জা বেশিরভাগ ক্ষেত্রেই চলে ইংরেজি নববর্ষ পর্যন্ত। উইকি ঘেটে জানলাম, প্রথম দিকে খ্রীষ্টানরা প্রার্থনার জন্য জড়ো হবার সময় জানালায় মোমবাতি জ্বালাত। এটাই হচ্ছে আলোকঅসজ্জার গোড়ার ইতিহাস। ১৭শ শতকের মাঝামাঝি সময় ক্রিসমাস-ট্রিকে আলোকিত করার জন্য ছোট ছোট মোম জ্বালানো শুরু হয় জার্মানিতে। তবে, এভাবে ক্রিসমাস-ট্রিকে আলোকিত করার এই ব্যাপারটি জনপ্রিয় হয়ে ঊঠতে আর ইউরোপে ছড়িয়ে পড়তে লেগে যায় আরও প্রায় দু’শ বছর। ১৮৮১ সালে ইংল্যান্ডেই প্রথম ইলেক্ট্রিক আলোকসজ্জা করা হয়। হোয়াইট হাউজে আমিবিকা্র প্রথম ইলেক্ট্রিক আলোকসজ্জা হয় ১৮৯৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্লিভল্যান্ডের পৃষ্ঠপোষকতায়।

যা হোক, মূল কথায় আসি। এবার ক্রিসমাসে আলোকসজ্জার কিছু ছবি তুললাম। সেখান থেকে কয়েকটি সবার সাথে শেয়ার করতে ইচ্ছে করল। প্রথম দুটি ছবি নিউ অর্লিন্সে তোলা আর বাকিগুলো তোলা ফ্লোরিডার অর্লান্ডোতে। শেষের চারটি তোলা ডিজনি ওয়ার্ল্ডের হলিউড থিম পার্কে। এই থিম পার্কের আলোসজ্জা দেখে মাথা নষ্ট হবার অবস্থা। ছবিগুলোকে পূর্ন রেজুলুশনে দেখা যাবে আমার ফ্লিকারে

১. বাড়িতে আলোকসজ্জা

বিস্তারিত পড়ুন